মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬, ০১:২৩:০৪

জীবন যখন অর্থহীন

জীবন যখন অর্থহীন

মাহফুজ সাদি:
প্রতিদিন যে মসৃণ রাস্তাটা দিয়ে চলতাম
আজ সে পথ বড় বেশি খানা-খন্দে ভরা
কালো মেঘের ঘনঘটার সঙ্গে ঝড়ো হাওয়া
পরিবেশের সাথে প্রতিবেশের অসহযোগিতা
বাঁক বদলে যাওয়া সরু মেঠো পথেও অজানা শঙ্কা
যদি অনাকাঙ্ক্ষিত হোচটে ভগ্নাংশের অবশিষ্টাংও হারাই!

কী দিয়েছে স্বপ্নীল জীবন ?
নর্দমায় পড়ে থাকা পরিত্যক্ত অসহায় গোলাপে মতো
ঐশ্বরিক জৌলুশ হারিয়ে নির্জনতায় আত্মহত্যা ছাড়া
পড়ন্ত বিকেলে নিজের দীর্ঘ ছায়া ছাড়া পেছনে কিছুই নেই
স্মৃতিগুলো তামার পয়সা হয়ে চলে গেছে অন্যের পকেটে
পরিচয়ের সাথে পাল্টে গেছে সত্য-সুন্দর নামটাও
যেমন বদলায় ভবঘুরে কিংবা পরাজিত রাজার ভাগ্য
অথবা ব্যর্থ রাজনীতিকের ক্ষমতাসীন চরিত্র।

কী লাভ অতীতের অলি-গলিতে উকি-ঝুকিতে ?
চিড় ধরা বিশ্বাসের পা আঁকড়ে আছে থু থু
ফুটন্ত তেলে রক্ত মাংশের টগবগে উন্মাদনা
অপেক্ষা শুধু স্বপ্নাদেশে তিল বা গমের মতো
মৃত্যুকে মন্থর করে অন্য জীবনে ছুঁড়ে ফেলার
বড় ইচ্ছে হয়, অস্তমিত সূর্যের সম্মুখে দাঁড়িয়ে
অর্থহীনতার দ্ব্যর্থহীন ঘোষণা দিতে সমস্বরে।
সেগুনবাগিচা-১৭.০৮.১৬
২৩ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে