শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬, ০৩:৫১:৪৮

কৈফিয়ত

কৈফিয়ত

কার চাইব কৈফিয়ত?
তোমার কাছে? কেন এমন করলে?
কি অপরাধ ছিলো? ভালোবাসা ছিলো কি অপরাধ?

সুখের ঘর চেয়েছ দিতে পারিনি, হৃদয় দিয়ে ভালোতো বেসেছিলাম
সে হৃদয়ে নির্দয়ের মতো আঘাত করলে ঝারালে রক্ত,
 তারাজুতে মেপে মেপে কষ্ট দিলে,
জীবনের সরল অংকের রয়ে গেল গড়মিল!
সংসার নামের যুদ্ধ ক্ষেত্রে পরাজিত করলে সুনিপুন কারিশ্মায়!
কষ্ট পেলে তুমি, যন্ত্রনায় আমি, এ যে বিধাতার অভিশাপ!
সমাধানে প্রমানিত হয়নি ভালোবাসার এ পাশ ও পাশ!

বিধাতার কাছে কৈফিয়ত চাইব, না সে যে পাপ, মহাপাপ
যাদের আগলে রাখতে চেয়েছিলাম তারা আজ উত্তরাধিকারের শত্রু
বিশ্বাসের আকাশে বিষ বাস্প  হয়েছে ঘনীভুত
দুনিয়ার আজব উদ্ভট দায়িত্বের বাজারে নিজেই স্বার্থপর প্রমানিত হলাম !
লোকশান গুনে অন্যের চোখে সুদখোর লাভ বান হয়ে গেলাম !
কার কাছে চাইব কৈফিয়ত?
 রক্ত ঘাম করেছি পানি, সে পানি আজ বানের জলে মিশে
পঁচা দুর্গন্ধ জলে আবদ্ধ হয়ে বিষাদের সংক্রমন ছড়াচ্ছে !

অথচ কি চেয়েছিলাম, তারায় ঝলমল চাঁদনীর রাতের আকাশ,
যেখানেই শুধু থাকবে পুর্নিমার আলো। কেন পেলাম না?
শিশির ভেজা ঘাস চেয়েছি, কুশার মিষ্টি ভোর চেয়েছি,
তরতাজা ফুল চেয়েছিলাম ভালোবাসার বাগানে।
ক্ষরার মাঝে এক পশলা বৃষ্টিতে ভিজতে চেয়েছি।
অভুক্ত থেকে ভালোবাসার কবিতা চেয়েছি।
অট্টালিকা চাইনি, গাছ তলার হিমেল হাওয়ায় বাঁচতে চেয়েছি।
উজাড় করে দিয়েছিলাম যা ছিলো আমার।
অর্থ বিত্ত বৈভবই কি সব? জন্ম কি সত্যি আজন্ম পাপ?

সে পাপের শাস্তি প্রতিটি মুহুর্তে কষ্টের স্মৃতি মনে করে পাচ্ছি কষ্ট প্রতিনিয়ত!
বিশ্বাসের নির্মল উপহার, তোমার দেয়া সেরা উপহার।
একা একাকীত্বের সাথে নিত্য বাসর, পুড়ে যাওয়া হৃদয়ে আজ পোড়া গন্ধ!

কৈফিয়ত চাইবো কার কাছে?
কে দেবে উত্তর, কে দিবে সান্তনা?বেঁচে থাকার নির্লজ্জ অভিলাষে
পিতা ,পুত্র,সন্তান, ভাই,বন্ধু কতো নামে নিজেকে উপস্থাপন করেছি
ভালোবাসার মানুষের কাছে বন্ধু হতে চেয়েছি
দিনের শেষে রাত,  রাতের শেষে দিন ফিরে আসে
আমি থেকে যাই আঁধারে, একা,একাকী হয়ে!

আপন করে বুকে টেনে নিয়েছি যারে
সেই বুকে করেছে আঘাত,করেছে রক্তপাত।

কার কাছে চাইব কৈফিয়ত?
সব অপরাধ আমার,নিতে চাইনি, দিতে চেয়েছি, বুক ভরা ভালোবাসায়
সাজাতে চেয়েছি, সুখের শান্তির এক কাব্যময় আবাস।

ব্যার্থতা আমার! কারো কাছে চাইব না কৈফিয়ত,
নিজের কাছে চাইলে কৈফিয়ত, চোখে ভাসে কিছু প্রিয় মুখ
চারদিক থেকে ভেসে আসে না পাওয়ার হাহাকার!
মৃত্যুই যেন এক মাত্র মুক্তির পথ, কার কাছে চাইব কৈফিয়ত?
কবি: মুহাম্মদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
২৬ আগস্ট, ২০১৬/এমটিনিউজ/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে