শনিবার, ২৭ আগস্ট, ২০১৬, ০৫:৫৯:৫৮

দুখু মিয়া

দুখু মিয়া

দুখু মিয়া তোমাকে চিনে সারা বিশ্ব

দুঃখ আমার হতে পারিনি তোমার শিষ্য।

পচিমবঙ্গের চুরুলিয়ায় জন্মেছিলে তুমি

বিদ্রোহী কবি খেতাবতোমার , ধন্য বঙ্গ ভূমি।

 

আসানসোলের রুটির দোকানে করতে পুঁথি পাঠ

সৈনিক,কবি,শিল্পী ,গল্পকার সবই ছিলে ,ছিলে নাট্যকার।

 লিখলে  তুমি ,গাইলে তুমি সময়ের গান ,সাম্যের গীত

প্রবন্ধ লিখলে,অভিনয় করলে ,রণসঙ্গীত লিখলে

কবিতা গানে,মাঠে ময়দানে হেলিয়ে দিয়েছিলে  ইংরেজের ভীত।

 

কাঁধে ঝোলা নিয়ে কবি গিরি করোনি ,হে জীবন যোদ্ধা

সৌখিন কবি ছিলেনা তুমি ,তুমি ছিলে প্রকৃতির জ্ঞান বোদ্ধা।

বাস্তবতার সাথে  লড়াই করেছো ,

 ঘামের কালিতে লিখেছো সারা জীবন,

সংসার সমরাঙ্গনে লড়াই করেছো।

 

প্রেমের কবিতায়  শিখিয়েছো ভালোবাসতে  ,

কবিতায় করেছো যুদ্ধ ,বিদ্রোহী হয়ে করেছো প্রতিবাদ,

কীর্তন লিখেছো কবি ,লিখেছো ইসলামী সংগীত।

নির্যাতিত কবি আমার ,

জীবন সায়াহ্নে অসহায় হয়ে সারা বিশ্বের কাছে প্রশ্ন রেখে গেছো?


হে বিদ্রোহী,হে সাম্যের  কবি, হে জ্ঞান তাপস

তুমি ছিলে  শ্রমিক,তুমি ছিলে  সৈনিক

জীবন যুদ্ধে পরাজিত সৈনিক আমি ,

আমি প্রবাসী দিনমুজুর শ্রমিক।


হে দুখু মিয়া ,দুঃখ আমার, কবি হতে পারিনি

একটা কবিতাও লিখতে পারিনি জগতের কল্যানে !

সাম্যের  কথা বলেছো তুমি  ,তোমার কথা রাখতে পারিনি ,

ভুল লিখি, করি প্রতিনিয়ত ভুল

সালাম নিও ,যেখানেই থাকো আমার প্রিয় কবি নজরুল।

কবি: মুহাম্মদ জাহাঙ্গীর  আলম বাবু (সিঙ্গাপুর প্রবাসী)
২৬ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে