মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬, ০৮:৪৫:১১

রিশা'রা মরে না

রিশা'রা  মরে না

রিশা
বাংলার আকাশে এ কোন অমানিশা ?

তনু মিতুকে নিয়েতো কম লিখলাম না !
হুজুগের প্রতিবাদ করি  সুযোগ বুঝে!
মূল্যহীন ,মূল্যহীন মূল্যহীন আমাদের লেখা
মূল্যহীন এই কাগুজে  আর হাওয়াই প্রতিবাদ !

মস্তিষ্কে ধরেছে ঘুন
বিবেকে বাসা বেঁধেছে হায়েনা ,
রাক্ষসের চেয়েও মহাদানব  উঠেছে
মাংসাশী  রুপী বন্য হিংস্র প্রাণী গুলো!
মনুষত্ব ওদের ছিলো না কোন কালে
বার বার নানা রূপে আসে।

কেড়ে নেয় সম্ভ্রম ,কেড়ে নেয় প্রাণ
খালি করে মায়ের বুক ,বাবার জান
ভাইয়ের ভরসা,বন্ধুর বিশ্বাস !
কজনের খবর আর পাই !

নাম  না জানা কত মা,বোন,কন্যা
লাঞ্চিত,অপমানিত,নিগৃহীত ,
অবহেলিত প্রতিনিয়ত!
এসিডে ঝলসে যায়,আগুনে পুড়ে হয় ছাই !
এই সে দিন মাত্র আশি টাকা ফি এর জন্য
ছোট্ট শিশু দিলো গলায় ফাঁসি !

জানিনা ,আর কদিন লিখব
রিক্ত কবিতা সিক্ত হয়,থামেনা ওরা
কলমের কালি ফুরায় ,শব্দ হারায় ,
নির্বাক করে দেয় পৃথিবী ,তবু থামেনা ওরা ,
কাপুরুষ , পঁচে যাওয়া মগজের কাপুরুষ !

ইচ্ছে করে কন্যার হাতে ,বোনের হাতে,
মায়ের হাতে, আগ্নেয়অস্ত্র হাতে ধরিয়ে দেই
হাতে নেই মরণাস্ত্র !

ফাঁসি নয় ,আইনের দীর্ঘ সূত্রিতা নয়
যেখানেই পাবে ওদের
ব্রাশ ফায়ার করা দরকার ।
রিশা 'রা   মরে  না , চোখে আঙ্গুল দিয়ে
প্রশ্ন রেখে যায় ,আমরা কি আসলেই মানুষ !

রিশা ,তনু,মিতুদের মরন চাই না এভাবে ?
স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই !

কবি:মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু (সিঙ্গাপুর প্রবাসী)
৩০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে