এম সোহেল রানাঃ একটি নতুন বাংলা ছবির সদ্য মহররত হল। নাম নিয়ে আপত্তি ওঠেছে। বাংলা ছবির ইংরেজি নাম?! সব বাংলা ছবির বাংলা নামই বা কি খুব মানানসই। এই যেমন - ঘাড়তেড়া, লেংড়া মাসুদ, তাকাও জনতা। কিছুদিন আগে আমার এক ছাত্র Syed Nazmus Sakib (Radio next er RJ) এর বাংলা ছবি নিয়ে একটা লেখা পড়েছিলাম। সত্যি এতটা বাইন্ডিংস এর মধ্যে রাখলে বাংলাদেশের পরিচালকগণ হয়তো আর ছবিই বানাবেন না। যৌথ প্রযোজনায় শুধু নীরব দর্শক হয়ে থাকবেন। নতুনদের আগমন শুভ হোক নতুন ধারার জয় হোক। আপনারা একটু space না দিলে নতুন কিছু আসবে না, পরে না হয় কাটছাট করে নিয়েন।
লেখক: কবি, শিক্ষা ও সমাজ বিষয়ক গবেষক এবং কলাম লেখক
(সম্পাদক দায়ী নয়)
০২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস