মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:৪৯:৫৩

ভালোবাসার ফাঁদ

ভালোবাসার ফাঁদ

এখন তোমার ভালো সময়
ডানে বামে নানা কোকিলের হাঁক ডাক
তোমার ভোরের সূর্য উঠে রঙিন স্বপ্ন দেখে
বেলা কাটে না কোন বিষন্নতার ছোঁয়ায়।
নিত্য নতুন আগন্তুক তোমার পথ পানে থাকে চেয়ে,
হিসেব কষছে না কতটা সময় বিনষ্ট হচ্ছে তাদের
অচেনা রাজপুত্রের নতুন সুরে তুমি হচ্ছ মাতাল
তোমার অতীত ভেঙ্গে নির্মিত হবে নতুন স্মৃতিস্তম্ভ
সেখানে ঠাঁই নিবে হাজারো মিশ্র প্রজাতির কিছু কুলাঙ্গার বসন্তের কোকিল,
তোমার ক্ষণিকের রূপ যৌবনের তীব্র আকর্ষণে
তোমাকে সম্বোধন করবে তারা নানা মধুর বিশেষণে।
আর তুমি বিমোহিত হয়ে লন্ডভন্ড করবে
তোমার পুরনো দিনের সাজানো বিশ্বাসের ঘর।

তোমার রঙিন শহরে আমি এখন বেমানান
অথচ একদিন আমিই ছিলাম তোমার এই ঠুনকো ভালোবাসার ঘরের বাসিন্দা,
নিজে ভালোবাসার পূজারী সেজে
আমাকে পদতলিত করে পাঠালে নরকের কয়েদিখানায়।
এখানে তোমার ছলনায় আমি হচ্ছি দগ্ধ প্রতিনিয়ত
আর তুমি ভালোবাসার ডালি সাজিয়ে রেখে
প্রেম বিতরণ করে যাচ্ছো জনে জনে।
আমি হয়তো পারবো আমার ভুলকে ফুল বানাতে
কিন্তু যারা এখনও তোমার প্রেমের পূজারী
তাদের কী হবে যেদিন আমার মত হবে?

দুঃখ করো না,
তোমার সব ছলনার পিঠে এই সমাজ কখনো চাবুক মারবে না
তোমার ক্ষণিকের সকল সুখের বন্দনার মিছিলে
আমাকেও শ্লোগান তুলতে হবে তোমার জয়ধ্বনি তুলে।
তোমার মিথ্যার সাগরে ভাসবে এই শহর পুরো নগরী।
কবি: মোঃ আতাউল করিম (দুবাই- সংযুক্ত আরব আমিরাত প্রবাসী)
৬ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে