শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:৩২:২২

মনের পশুত্ব কোরবানি

মনের পশুত্ব  কোরবানি

হাজার লক্ষ টাকায় কোরবানিতে

করছো মানুষ শুধুই  অহংকার !

মনের পশুর  কোরবানি যে

সবার আগে দরকার।

 
কোরবানিতে কে কতো করলে খরচ

জনগণকে জানানো খুব কি প্রয়োজন  ?

দুনিয়ার জাকঁজমকে

এ কেমন প্রতিযোগিতার  বিশাল আয়োজন !

 
প্রতিবেশী দূরের কথা,

বাবা-মায়ের খবর নেয় না কতজন,

মিথ্যে নাকি সত্য বললাম

ঘুরে আসো বৃদ্ধাশ্রম।

 
মনে যদি পশু নাই থাকতো ,
থাকতো কি দুর্নীতি , গুম,খুন,রাহাজানি

ব্যাভিচার, শ্লীলতাহানি।
সবার আগে করোরে মন ,মনের পশুর কোরবানি।

 
ভালো করে জেনে দেখ,
কোরবানি কেন দিলেন মহান রাব্বুল আলামিন

মনের পশু কোরবানি দিলে
পরিছন্ন থাকবে আসমান -জমিন।

 
লৌকিকতা ,ভুড়ি  ভোজ নয়তো কোরবানির হুকুম

পোষ্য প্রাণীর কোরবানির মায়াতে

আল্লাহর হুকুম পালন।

 
পশু কোরবানির সাথে সাথে

মনের ভিতরের পশুত্বকে দেই  কোরবানি,

এসো, সবাই অহংকারের পশু কোরবানি করি বর্জন।
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু (সিঙ্গাপুর প্রবাসী)

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে