সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:০১:৫৬

প্রবাস জীবন

প্রবাস জীবন

ঈদের এই দিনটিতে
থাকতে হবে ডিউটিতে
আদেশ হল কর্তৃপক্ষের
আমরা করব গোলামি।
ভাল তাই লাগে না
আপনাদেরও লাগবে না।
এটাই প্রবাস জীবন।

সবার আনন্দমাখা ঈদের সেলফি
সকাল থেকে দেখে যাচ্ছি
আর আমি বসে বসে
দিনটা শুধু পার করছি।
এটাই প্রবাস জীবন।

দেশের সকল আত্মীয় স্বজন
শুধু ফোনে হয় আলাপন
বসে বসে যাবার দিন গুনি
আমি প্রবাসি একজন
এটাই প্রবাস জীবন।

প্রবাস এক আজব খানা
টাকা আছে, বাকী সবই মানা
হাসতে মানা, কাজে শত মানা
ছুটি মানা, দেশে যেতে মানা
শত মানার মাঝেই ভাই
প্রবাসিদের জীবন টানা।
এটাই প্রবাস জীবন।

তবু সবাই দেশ ছেড়ে
আসতে পাগল এই প্রবাসে।
দেশের সবার সুখের তরে
এই প্রবাসিরা কেঁদে মরে
এটাই প্রবাস জীবন।

ধন্য আমরা প্রবাসিরা
এই কথাটি মানি,
নিজকে ধ্বংস করেও
সবার তরে নিজের
জীবনকেই দেই কোরবানি।
এটাই প্রবাস জীবন।
কবি: মোঃ আতাউল করিম (দুবাই- সংযুক্ত আরব আমিরাত)
১২ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে