শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:৪৯:১১

মরণ নিঃশ্বাস

মরণ নিঃশ্বাস

পৃথিবীর সব রঙ মেখে, স্বস্তির  নিঃশ্বাস নিবো
ভেবেছিলাম মায়ের গর্ভ থেকে,
চিন্তার বিশালতা দেখে আমি অবাক!
কেন এত শৈল্পিক রঙের সমাহার?

আকাশের  গায়ে নীল,সাদা মেঘেরঘটা
চন্দ্র দিয়েছে রাতের আলো,তারায় ঝিলমিল,
সূর্য আবার কেড়ে নিয়েছে সবার অধিকার
দিনের বেলায় একাই সেজেছে বীর।
সবুজের সব রঙ, বৃক্ষের লতাপাতায়
উলঙ্গ পৃথিবীকে দিয়েছে প্রকৃতির রূপ,
আমি পাগল নই, সন্ন্যাসীও নই
ভাবনায় খুঁজি, নশ্বর পৃথিবীতে ঈশ্বর কোথায়?

ভালই তো ছিলাম ধ্যানের জগতে
স্বপ্নিল আশায় বন্ধ করে দুচোখ,
যুগের আবর্তনে সব হারানোর সুর
ধ্যান ভঙ্গ করিলো কে?কোন লোক?

সব রঙ নিয়ে নাও, আমায় সবুজের রঙ দাও
পৃথিবীর প্রাণ ফিরে পাবে, আমার বিশ্বাস,
নষ্টা প্রতিমার পূজা দিওনা তোমরা
কেড়ে নিবে প্রাণ তোমার, মরণ নিঃশ্বাস।
কবি: তারেক হাসান
১৭ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে