রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:৩৫:২৪

বিশ্বাস

বিশ্বাস

একদিন তুমি আসলে   কাছে এসে বসলে
              মিষ্টি করে হাসলে
        জীবনটা করে নিলে তোমার,

যখন তুমি ডাকতে    চেয়ে আমায় থাকতে
            অপলক ভাবে দেখতে
        মনটা ভরে যেতো আমার।

এখন তুমি আসো না    চেয়ে আমায় দেখো না
          কথা আমার ভাবো না
       ব্যাথা দাও সারা মনে,

বুঝবে তখন তুমি     হারাবো যখন আমি
          সাক্ষী আমাদের অন্তর্যামী
       বলে গেলাম তোমায় সংগোপনে।

ছিলে তো আপন    কত মধুর স্বপন
          দেখেছিলাম মিলে দুজন
       আজ হলো কেন সব মিছে?

মিথ্যার সব ভিত্তি     হয় না তো সত্যি
          বিশ্বাসই হলো মুক্তি
       অশুভরা সব থাকবে পিছে।

জ্যোৎস্না ভরা রাত   দুজনের ছিল সাথ
           আমরা ছিলাম মাত
       সবকিছু হলো আজ স্মৃতি,

যতই থাকুক ভুল    ফুটবে আবার ফুল
            বিশ্বাসই হলো মূল
        এটাই যে দুনিয়ার রীতি।।

কবি: মোঃ আতাউল করিম (দুবাই- সংযুক্ত আরব আমিরাত প্রবাসী)
১৮ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে