পড়তে পড়তে পাঠক
লিখতে লিখতে লেখক
নাই কথায় বকবক
টাক মাথায় চকচক
বিলে ঝিলে কানা বক
বৃদ্ধের কাশি খকখক
গানে গানে মাস্তি রক
গরম চায়ের ভরাট মগ
কাঁয়ই আঙ্গুলের বড় নক
রাজনীতির কেউ ক্রীড়ানক
মিথ্যা বলা ভয়ানক
চাকুরিতে ভাগ্নের হক
আইডিতে পাসওয়ার্ডলক
শীতে কাঁপে ঠক্ ঠক্
চোখ দুটিতে হকচক
ট্রেন চলে ঝকঝক
দরজায় কে করে নক
বোধহয় হবে আব্দুল হক
ভাল্লাগেনা তার কথার ঢক
ছড়াকারকে সবাই বক।
কবি: এম সোহেল রানা
২০ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস