পাপিয়া সুলতানা পান্না:
বন্ধু, মন খারাপ করে আছিস কেন?
দেখ, আমি আছি ঠিক আগের মতোই
স্বনামে কিংবা বেনামে;
পারিজাত হয়ে ঘুরে ফিরে এ ডাল ও ডাল
ফিরে আসিস ক্লান্ত বিকেলে
একসাথে চা খাব;
জানিস আমায় খুঁজে পেতে বেগ পেতে হবে না
আকাশের নীলে মিলে আছি আকাশনীলা
আর সেই তুলিটা হাতে রাখিস বন্ধু;
রাঙতে এবং রাঙাতে হবে যে!
ছবিতে দেখিসনি আমায়?
ভীষণ বদলে গেছি সেদিনের সেই আমি
ছেড়ে যায়নি আজও পাঁজর ছেঁড়া দীর্ঘশ্বাস;
বন্ধু, ভাবিসনে মিছে, আমি ভালো আছি
ভাবনাকে বিদায় দিয়েছি পড়ন্ত বিকেলে
সন্ধ্যায় আমি মৌন, সকালে গৌন;
শেষ বেলার সুরে বেঁধেছি আমার গান
মেঘলা দুপুরের এই কবিতা খানি পড়ে নিস
এই আমায় না পাওয়া ক্ষণে, সঙ্গপনে।
২৪ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম