ওরা বলে , রাগ করবেননা
রেগে গেলেন তো হেরে গেলেন
আপোষ করে চলুন ,ম্যানেজ করুন
আপনি বলুন মহাশয় ! কার সাথে করবো আপোষ ?
চারিদিকে কচুক্ষেত ,খিঞ্জিরের বাচ্চাদের উৎপাত
বানরের লম্ফ ঝম্ফ , হায়েনার ছিনাল হাসি
সব অযোগ্য নষ্ট ভ্রষ্টের দখলে ----------------
আপোষ করা মানে মাথা নত করা ,অশীলের ভাগাভাগি
মানুষ হয়ে শুয়োরদের কাছে সম্মান সত্ত্বা বিসর্জন
তার চেয়ে তোমরা আমাকে শূলে চড়িয়ে দাও
সেও মন্দের ভালো !
বাপ দাদারা সব শুঁয়োর তাড়াতে পারেনি
অন্দরে কন্দরে এখনো দেখি শুঁয়োরের পদচাপ
খান্নাসের বীর্য ভ্রূণ সব রয়ে গেছে
এই ভূগোলের চাতালে পাতালে ;
হামাগুড়ি দিয়ে ওরা পৌঁছে গেছে অন্দর মহলে, রাষ্ট্র যন্ত্রে ,কর্পোরেট অফিসে
শুঁয়োরে শুঁয়োরে মিতালি এখানে, বানরের পিঠা ভাগ
আমারা বাকিরা নিরপেক্ষ শাবক নিরীহ মেষ ছাগ ,
কার সাথে করি আপোষ , বলুন কার সাথে করি আপোষ !
কবি: আব্দুল মান্নান
২৫ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস