মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
আমার মাথায় দুইটা পোকা
একটা কালো, অন্যটা সাদা
সৎ চরিত্রের পোকা সাদা কাজ করে কদাচিত
কুট বুদ্ধির পোকা কালো,
বাজে কাজ আর প্যাঁচ লাগানোর পন্ডিত।
সকাল সন্ধ্যা মন্দ কাজে ব্যাস্ত কালো পোকা
তারই কাছে সাদা পোকা খাচ্ছে শুধু ধোকা !
সাদা পোকা খুবই ভীরু, দুরন্ত শয়তান পোকা কালো
কেমন করে দেখি আমি ঘরে বাইরে আলো।
কালো পোকার রাজনীতিতে গুম,খুন,দুর্নীতি, সন্ত্রাস
সাদা পোকা ন্যায় নীতিবান,
পায় উপহার জেল,জুলুম আর লাশ!
সুখের ঘরে কালো পোকা জ্বালায় হিংসার আগুন
কালো পোকায় কেড়ে নেয় যে সাদা পোকার ফাগুন।
মারতে যদি পারি আমি মাথার কালো পোকা
ভালো কাজে থাকবে শুধু আমার সাদা পোকা।
০২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস