শনিবার, ০৮ অক্টোবর, ২০১৬, ১১:৫২:৩৫

আমি বিদ্রোহী বলছি

আমি বিদ্রোহী বলছি

 

 

তারেক হাসান

আমি বিদ্রোহী বলছি,,,,,,,,,

কোন রণাঙ্গন থেকে নয়,

কোন রাজপথের মিছিল থেকে নয়

আবার কোন মায়ের উদর থেকও নয়,

বিদ্রোহ আমার ন্যায্য, বিচারের দাবিতে-

জাগ্রত বিবেক স্তব্ধ করিতে পারিবেনা

অহেতুক কোন ভীতি ভয়!


নারী আমার মা,নারী আমার বোন

নারী আমার স্বাধীন দেশের শাসক

নারীই আবার লাঞ্ছিত হয়

কখনো রাতের আঁধারে ঘুমন্ত পল্লীতে,

আবার কখনো দিনের আলোতে রাস্তায়।

 

বোনের লাশ কাঁধে নিয়ে, কাঁদবে আর কত ভাই?

দেখিবো আর কত মায়ের আর্তনাদ!

অন্ধ আইনের বিবেক স্তব্ধ কেন,

বিচার চাইলে হয় অপরাধ।


কেমন করে সাহস পায় অপরাধী

চোখের সামনে অপরাধ করতে!

কোথায় ঘুমিয়ে থাকে আইনের শাসক?

ব্যর্থতা প্রকাশ করে অপরাধী ধরতে।


আমি বিদ্রোহী বলছি,,,,,,,,

আমি আর দেখিতে চাইনা

স্বাধীন দেশের পতাকায় সবুজের চিহ্ন

মুছে দাও সবুজের রং,রক্ত ঝড়বে প্রতিদিন

তাই একটা লাল রঙের পতাকা চাই,

যেখানে শুধু রক্তের চিহ্ন থাকিবে

বুঝে নিবো এখনো আমরা পরাধীন।


ক্ষমতার মুখোশ পড়ে, করে যাচ্ছে অপরাধ

আর স্বাধীনতার শ্লোগান দিয়ে যাচ্ছে,

আবার শকুনির মত স্বাধীন মানচিত্র

দলবেঁধে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে।


কোন! দেশের জন্য বাবা যুদ্ধে গিয়েছিলে?

নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা এনেছিলে,

না- বাবা স্বাধীনতা আনতে পারোনি তোমরা,

কেন আজো রক্ত ঝড়ে? স্বাধীন দেশে মাটিতে।


যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকো

তবে আমাকে স্বাধীনতার পথ দেখাও,

নইলে মানিনা তোমাদের মুখের বুলি

মিথ্যে সান্তনা দিবেনা আর কোনদিন।


আমি বিদ্রোহী বলছি,,,,,,,,,,,

যদি বন্ধ না হয়, রক্তের খেলা

আমি মানিনা এদেশের স্বাধীনতা!

মুক্তির আন্দোলন চলবে আবার,

স্বাধীনতার স্বাদ নিবে আমার বিদ্রোহী আত্মা।
৮ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে