বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬, ১১:৪৩:৫৯

বিমুগ্ধ অবলোকন

বিমুগ্ধ অবলোকন

দাউদ ইবন সুলতান :

আজ আমি উম্মাদ হয়েছি


তিমীর রাত্রি দ্যুলোক তোরনে।


আঁখির শ্রাদ্ধ হয়ে


নিত্য বিমুগ্ধ অবলোকনে।


তবু নিনাদ উঠে হৃদয়ের গহীনে


বাতাসের গন্ধ তুলে অমুলক অসার।

 

তবু আমি একা নয়
একে একে মিশে যাই রুদ্র প্রাসাদে।
তোমার সকল অবিরত চাওয়া পাওয়া
ঘাসের টপকা নাড়িয়ে উঠোনের চালে
কলমি ফুলের অবিরত ছন্দ দুলিয়ে
নাড়িয়ে যাই হৃদয়ের সব কটি কপাট।

 

চোখের পলক দূর্বার মাটির অবমিশ্রণ
তবু আমাতেই কালক্ষেপন শত বার।
বিস্মিত সহসা শুনি ক্ষুদিতের চিৎকার
আগুন ঝরে এক শকুনের আসাা যাওয়া
শংকার সাগরে ডুবো ডুবো মানুষের আহাজারি
মাতালের আবোল তাবোল শালিসী স্বভাব।

 

তবু হুংকার ওঠেনা কোটি প্রাণ আজ নিশ্চুপ
টেনে ছিড়ে ফেলে নাড়িবুড়ি আর কলিজার সব ঘাম
বুজি এই এলো আর ধ্বংস ফের ধ্বংস।
শুধু ফিরে ফিরে চেয়ে চেয়ে দেখা
সাগরের ঢ়েউ জানান দেয আইলানদের
সেই নিথর দেহ।

 

আমি তুমি আজ বোবা কবুতর
মখমল সুমধুর সুরোভিত সুশোভিত মাকাল।
রাশভারী করে আকাশের সব নীল
মেঘের ওপারেও আজ বুলেটের গন্ধ
স্বাধীনতার সব কটি কপাট আনাড়ি
বুনো হাতির পদতলে পৃষ্ট।

 

তবু আজও আমি স্বপ্ন দেখি
সব কটি কন্ঠ এক হবে
ফিরিয়ে দেবে দুমুঠো অন্ন
সব কটি হৃদয়ে।
এ আমার বিমুগ্ধ অবলোকন।
১৯ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে