মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
বিষের পেয়ালা নিয়ে
দাঁড়িয়ে আছি সে কখন থেকে
চুমুক দিতে গেলেই
ভেসে উঠে হাসি মাখা মুখ।
মনের ডায়রীর একটি করে
পাতা বদল হয় এলো মেলো ভাবে
সাদা কালো জীবন থেকে সোনালী দিন
রঙ্গিন ফিতায় নীল কষ্ট
সব ভেসে উঠে বিষের পেয়ালায়।
চোখ বন্ধ করি
আর নয় বিষাক্ত পৃথিবীর
বিষাক্ত আলো বাতাসে
আর নয় অবিশ্বাসের সংসারে
আর নয় মিথ্যে লৌকিক
মায়ার বেড়াজালে।
শক্ত করে ধরি বিষের পেয়ালা
দেহের প্রত্যেক্যটি কোষে,
লোমকুপে ঘর্মাক্ত নোনা জলের শ্রাবণ।
চোখ ফেটে আসতে চায় রক্তাক্ত অশ্রু
বিষের পেয়ালায় ঠোঁট স্পর্শ করতেই
কোমল অনুভব
হাত থেকে পড়ে যায় বিষের পেয়ালা
বাঁচতে ইচ্ছে হয় হাজার বছর
এই কোমল স্পর্শে।
১৯ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস