পাঠকই লেখক: তামিমের জন্ম চট্টগ্রামে। বাংলাদেশ ভূখন্ডে সবচেয়ে বড় ব্রিটিশ বিরোধী আন্দোলনটা হয়েছে চট্টগ্রাম থেকে। আর মাস্টারদা সূর্যসেন ছিলেন সে নেতৃত্বের প্রধান গুরু।
তামিম ইকবাল অবশ্য ইতিহাস নিয়ে অতোসব ভাবেন না। তবে ব্যাটকে বন্দুক ভাবলে, এ কালে তামিম ইকবালকে সেই চট্টগ্রামের নতুন মাস্টারদা হিসেবে আখ্যায়িত করা যায়।
মজার ব্যাপার হলো, সূর্যসেনের আন্দোলন সীমাবদ্ধ ছিল কেবল চট্টগ্রামেই। আর তামিম একেবারে ব্রিটেনে গিয়ে। বাতাসের আবহে লর্ডস আর ম্যানচেস্টারে তরতর করে উঠিছেন লাল-সবুজের পতাকা।
তবে মিরপুর স্টেডিয়ামে আজকে আরেকবার ব্রিটিশদের মনে ডর ঢুকিয়েছিলেন চট্টলার এই কৃতি সন্তান। ব্রিটিশদের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাট উচিয়ে আরেকবার প্রমাণ দিল সূর্যসেনদের রক্ত আমার শরীরে।
প্রসঙ্গত, ৪৪ টেস্টে তামিমের রান গড় ৪০.৩৮। আর ইংল্যান্ডের বিপক্ষে সেই গড়টা দেখলে হতবাক হওয়া ছাড়া উপায় নাই। ইংলিশদের বিপক্ষে ৬৫-এর ওপরে তার রান গড়।
২৮ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর