আফিফি ঈশিতা
তুমি চলে যাবে বলে,
সন্ধ্যা হয়েছিল নীরব
পাখি গায়নি গান
তুমি চলে যাবে বলে,
উদাস হয়েছিল বিকেল
রাত্রি হয়েছে নিঝুম
তুমি চলে যাবে বলে,
রাজ পথ ছিল সাজানো ফুলে
বেদনার সূর তুলেছিল ফেরিকরা বাঁশি ওয়ালা
তুমি চলে যাবে বলে,
খালি পায়ে হেঁটেছি জ্যামে থাকা শহর
ফুটপাতে খেয়েছি সস্তা ফোসকা
তুমি চলে যাবে বলে,
ফটোগ্রাফিতে দিয়েছি মন
উল্লাসে তুলেছি ছবি
তুমি চলে যাবে বলে,
রোঁদেরা করেনি খেলা
প্রজাপতি বেড়িয়েছে সাড়া বেলা
তুমি চলে যাবে বলে,
উন্মুক্ত মাঠে দাঁড়িয়ে দেখছি,
করছি অপেক্ষা তোমার
কখন মেঘের ভিতর
থেকে বেড়িয়ে আসবে
তোমায় বহন করা যন্ত্রের পাখী
তুমি চলে যাবে বলে,
পরেছি কপালে লাল টীপ
চোখে দিয়েছি কাজল
রাঙ্গিয়েছি ঠোঁট টিয়ার মতো
আর তুমি শুধু হাতছানি দিয়ে ডাকছ
মেঘের আড়াল থেকে
আমি কান পেতে শুনছি
তুমি বলছ , ঈশি ……
চললাম অজানা পথে,
অদেখা শহরে ।
আমি জানালাম বিদায়…………।
২৭/১০/২০১৬
৩০ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম