বুধবার, ০২ নভেম্বর, ২০১৬, ১০:৪৫:৪৩

ইসলামিক কবিতা ‘হারিয়ে যাব আমি’

ইসলামিক কবিতা ‘হারিয়ে যাব আমি’

হারিয়ে যাব আমি হারিয়ে যাব
একদিন ঠিকই আমি হারিয়ে যাব।
খুঁজে পাবে না কেউ খুঁজে পাবে না
বলতো হারিয়ে আমি কোথায় যাব?
আদিম কালের সেই আদম ছফী
বনী আদমেরা সব আজ কালের
আদি মাতা ভাই বোন এ নয়া সালের
গেছেন যেখানে আমি সেখানে যাব।
সেদিনও ফুটবে ফুল গাছে গাছে
মৌমাছি গুঞ্জনে নাচে নাচে
মধু আহরণে যাবে চপল পাখায়
শুধু আমি থাকব না হারিয়ে যাব।
নিমফুল বনে বনে জোনাকী মেয়ে
আলোকের বন্যায় উঠবে নেয়ে।
মেঘের ঘোমটা খুলে চাঁদ বধুটি
হাসবে সেদিনও আমি হারিয়ে যাব।
ঝর্ণা-পাহাড়-পাখী-ফুলের সুবাস
আকাশে মেঘের ভেলা বালু চরে কাশ
স্বকীয়তা রেখে যাবে আকাশ যমীন।
দেখব না থাকব না আমি সেই দিন।
হারিয়ে যাব আমি হারিয়ে যাব।

লেখক: আতাউর রহমান মন্ডল
মুংলী, চারঘাট, রাজশাহী।
২ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে