সৈকত মাহমুদ
প্রিয়া তোমার ভ্রমরকালো চোখ দুটো-
ক্লান্ত কোন এক পথিককে পথ দেখায়,
নিয়ে যায় দূরে কোথাও।
কল্পনায় স্বপ্নলোকের ডিঙ্গিতে করে-
স্বপ্নীল আকশে নীল ভাসিয়ে নিয়ে দেয় দূর সীমানায়
সীমানা পেরিয়ে- দূরে বহু দুরে কোথাও।
তুমি জান? নির্মলা ওই কালো চোখ যুগল,
আমার হৃদয়য়ের সুপ্ত ভালবাসাকে উস্কে দেয় বার বার,
যা বেঁচে থাকার স্বপ্ন দেখায় ক্ষণেক্ষণে-
আর ভালবাসার গান শোনায় আমাকে,
যার অস্তিত্ব প্রথিত আমার হৃদয়ের গহীনে।
তোমার ওই কৃষ্ণকালো চোখের চাহনিতে আমি হারিয়ে যাই,
কল্পনার অবগাহনে আমার হৃদয় ছুয়ে যায় আবিরাম।
তোমার কাল্পনিক স্পর্শে –
আমার ঘর গেরস্থালীও এলোমেলো হয়ে যায় বার বার।
তোমার ওই কালো দুটোচোখ বড়ই মায়াবি-
যা পৃথিবীও জয় করতে পারে।
যার তুলনা তুমিই কেবল- মৃন্ময়ী এক মায়াবী হরিণী তুমি।
০৩ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম