সোমবার, ০৭ নভেম্বর, ২০১৬, ১০:৪৫:৫১

আবুল বাশার শেখ এর ৩টি কবিতা

আবুল বাশার শেখ এর ৩টি কবিতা

দয়ার সাগর

দয়াময় আমি গুনাহ্গার
ক্ষমা কর তুমি মোরে,
সারা জীবন চলতে চাই
তোমারই পথ ধরে।
চলার পথে যা করি
সবই যেন হয় তোমার,
দিন কায়েমের তরে তুমি
জীবনটা নাও আমার।
 তোমার পথের শত্রু যারা
 পাবেনা ক্ষমা কভু,
 আল্লাহ তুমি দয়ার সাগর
 সারা জাহানের প্রভু।
 
জনমত

 জিনিস পত্রের দাম
 প্রতি দিনই বাড়ছে,
 ব্যবসায়ী সিন্ডিকেট
 কল কাঠিটা নাড়ছে।
 গণতন্ত্র লুণ্ঠিত
 বিপন্ন মানবতা,
 জোর যার মুল্ল ুক তার
 এ নীতি যথা-তথা।
 নিম্ন আয়ের মানুষ যারা
 কষ্টে কাটে তাদের দিন,
 তাদের কথা কেউ ভাবেনা
 বক্তিতাতে হয় মলিন।
 উলট পালট কথা ছেড়ে
 দেশের কথা ভাবেন,
 সত্যিকারের উন্নয়নে
 জনগণকে পাবেন।

নীতি কথার পরাজয়
 
রক্ষক যদি ভক্ষক হন
 কেমন করে চলবে দেশ,
 স্বাধীন দেশের স্বাধীনতা
 এক নিমিষেই হবে শেষ।
 ক্ষমতা আসে যার হাতে
 সেই তো করে লুটতরাজ,
 তারাই ফের প্রতিশ্রুতিতে
 গড়তে চায় এই সমাজ।
 দেশের ভাল ক’জন চায়
 সু-নাগরিক নাম ধারী,
 ক্ষমতা পেলে হাতের মুঠে
 করতে পারে পুকুর চুরি।
 সত্য কথা বলতে গেলে
 দেশদ্রোহী মামলা হয়,
 নীতি কথা পাথর চাপায়
 বরণ করে পরাজয়।
৭ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে