বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬, ০৫:৩৩:৪৩

আবারো ব্রাজিলের বিপক্ষে সব চাপ মেসির ওপর‍! সামলাতে পারবে কি?

আবারো ব্রাজিলের বিপক্ষে সব চাপ মেসির ওপর‍! সামলাতে পারবে কি?

স্পোর্টস ডেস্ক: আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৫টা ৪৫ মিনিটে ব্রাজিল ও আর্জেন্টিনা লড়বে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে। বেলো হরিজন্তেতে লিওনেল মেসি ও নেইমার একে অন্যের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছেন। কিন্তু চাপটা নেইমারের ওপর নয়, থাকছে মেসির ওপরই বেশি।

মেসি সেরা ফর্মেই আছেন। রবিবার সেভিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে যা ইচ্ছে করেছেন তাই করতে পেরেছেন। নিজে গোল করেছেন। লুই সুয়ারেসকে দিয়ে করিয়েছেন।

এমন দিনে মেসিকে রুখতে পারে না কেউ। মন কাড়া খেলার পর স্পেনের একটি সংবাদপত্রের শিরোনাম "সেইন্ট মেসি"। কোচ লুই এনরিক বললেন, "তার মতো কেউ নেই।" সতীর্থ জেরার্ড পিকে জানালেন, "ও ভিন্ন পর্যায়ের।"

এই মেসিকেই চাইছে আর্জেন্টিনা। অধিনায়ক ইনজুরির কারণে বাইরে থেকে দেখেছেন কিভাবে তার দল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের ষষ্ঠ স্থানে চলে গেল।

আরেকটি হার মানে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলা বেশ হুমকির মুখে। দুইবারের চ্যাম্পিয়নরা চির প্রতিদ্বন্দ্বী পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে পেরে উঠবে এই অবস্থায়?

জুনে কোপা আমেরিকার ফাইনালে হেরে অবসরে গেলেন। পরে ফিরলেনও মেসি। তখন ৬ ম্যাচে মাত্র ১টিতে হেরেছে আর্জেন্টিনা। অবস্থা বেশ ভালো। মেসি ফিরে উরুগুয়ের বিপক্ষে দলকে জিতিয়ে সঠিক পথে থাকার ইঙ্গিত দিলেন। কিন্তু তারপর থেকে আর কিছু ঠিক হলো না।

টানা ৩ ম্যাচ ইনজুরির কারণে খেলা হয়নি মেসির। আর্জেন্টিনা ২টিতে ড্র করেছে। ১টিতে হেরেছে। এদিকে বলিভিয়া অননুমোদিত খেলোয়াড় খেলানোয়া তাদের পয়েন্ট বাতিল করে চিলিকে ফিফা তা দিয়ে দেওয়ায় পিছিয়ে পড়ে আর্জেন্টিনা।
 
এখন মেসির দিকে তাকিয়ে গোটা আর্জেন্টিনা ও এই দলের সমর্থকরা। ১০ ম্যাচে এখন পর্যন্ত যে তিনটিতে মেসি খেলেছেন সেই তিনটি জিতেছে আর্জেন্টিনা।

আর তাকে ছাড়া খেলা ৭টির মোটে এক ম্যাচ জিতেছে সাবেক চ্যাম্পিয়নরা। কোচ এদগার্দো বাউসাও মেসির মুখের দিকে তাকিয়ে। সবচেয়ে বড় ম্যাচে তাই মেসির ওপরই তো সব চাপ!
১০ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে