রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬, ১০:১০:৩৯

কলঙ্কিত কাব্য

কলঙ্কিত  কাব্য

 

তারেক হাসান

মানবতার দুয়ার বন্ধ আজ


সিলগালা পড়েছে তাতে,


কাকে খায় কাকের মাংস


স্বার্থের থলি ভরাতে।

 

হিংসায় সাজায় কাব্যের ভান্ডার


সাহিত্যিকের মহান পরিচয়ে,


মানবতার গলায় চালায়  ছুরি


প্রশ্ন জাগেনা কি তাদের মনের লোকালয়ে?

 

তোমাদের থেকে কি শিক্ষা নিবে?


সাহিত্যচর্চায় নতুন প্রজন্ম,


প্রশ্ন থেকে যায় মানবতা বোধে


কতটুকু স্বার্থক আমার  জন্ম?

 

অন্ধজনে লাগেনা যার মায়া


সে মানুষ হলো কবে?


মনুষ্যত্ব আজ বিলুপ্তির পথে


লড়ে যায় শুধু পদক জয়ে।

 

হায়-রে সাহিত্য প্রেম হায়-রে মানবতা,


অবাক আজ নতুন প্রজন্মের দ্বার!


লজ্জিত আমি সাহিত্যকে ভালবেসে


লজ্জিত এদেশের সাহিত্য ভান্ডার।
১৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে