মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
সময়ের সাথে কবি যদি রং বদলায়
কবিতা রঙিন না হয়ে মলিন হয়
দালাল যদি কবিতা লেখে
সে কবিতার শিরোনাম দালালি হয়!
আফসোস, কবি না হয়েও কবিতা লিখি
দালালির কবিতা লিখি বৈকি,
না পড়ে লিখলে যা হয়,
কতিপয় মহা জ্ঞানী, মহা শিক্ষিত, যারা লিখছে ,
তারাই সাহিত্যের অঙ্গনে ক্ষত করে যাচ্ছে
কিসের লোভে ?
সময় ফুরিয়ে এসেছে,
বাঁচবো না বেশি দিন, আর কিছু না হোক
পট পরিবর্তনে গিরগিট লিখিয়ে
কাব্যের দুশমনদের
নব্য স্তুতি কাব্য দেখে যেতে পারবো না !
গুন্ গুনিয়ে গান সবাই গায়
শেকড়ের টানে,
প্রিয়জনের কাছ পাওয়া না পাওয়ার
সুখ-দুঃখ আনন্দ, বেদনায়
দু চার কলম কে না লেখে ?
সবাই কি খেতাব পায়,
নির্দলীয়, স্বতন্ত্র কলম ও হয়ে গেছে
নিশি রাতের দালাল !
বিবেক মানবতার কথা অনেক বলেছি,
সহানুভূতিই নেই, আরতো .......
বাবর আলী, কেন যে এই জগতে এলি
শুনেছি অল্প বিদ্যা ভয়ঙ্করী
এখন দেখছে, অল্প বেশি সব বিদ্যাই
এ প্লাস !
শহরের সোডিয়ামের আলোয় গায়ের রং
মেটে মেটে তামাটে মনে হয়
ক্ষনিকের জন্য মনে হয় অন্য জগতের প্রাণী
তাই বুঝি কাব্য কবিতার রং বদলে গেছে!
আধুনিক বাইজি খানার ফটক অতিক্রম করতে গেলেই
ট্যাটুর মতো, অস্থায়ী মোহর লাগিয়ে দেয়,
কাব্য জগতেও চলছে সাটিফিকেট, সনদ, পদক
আর দলীয় মোহরের প্রচলন !
মনের অজান্তে বাবার আলী হয়ে গেলো
এ জগতের এক জন, অপেক্ষা এখন মোহরের,
লেবেলের প্রয়োজন, মোহরের প্রয়োজন !
অনিচ্ছায়ও পড়বে, দেবে সাহিত্যের সুধী জন,
বসিয়ে দেবে কলংকিত পক্ষীয় সাহিত্যের মোহর !
১৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস