তারেক হাসান
অবাক আমি, অবাক বিশ্ববাসী!
তবুও অবাক হবার কিছু নাই,
রক্তে রাঙিয়ে যাবো দু'হাত
আমার শান্তিতে "নোবেল" চাই।
নিঃস্ব করিবো সারা বিশ্ব
আগুনে জ্বালিয়ে করিবো ছারখার,
আমার শান্তিতে "নোবেল" চাই
হে বেকুব বিশ্ববাসী বলিবো কতবার।
লাশের উপরে সাজাবো বাসর
সানাই বাজাবো মাথার খুলি দিয়ে,
সিঁথিতে সিঁদুর দিবো রোহিঙ্গার রক্তে
দেখবে বিশ্ববাসী চেয়ে চেয়ে।
অশান্তির বাণী শুনিয়ে যাবো বারবার
ধ্বংসযজ্ঞ চালাবো আমি শতবার,
কিসের মানবতা, মানবতা বলে কিছু নাই
মানিনা শৃঙ্খল, শান্তিতে আমার "নোবেল "চাই।
২২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস