সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬, ০৮:৩১:৪৩

জাগো হে, তারুণ্য

জাগো হে, তারুণ্য

 

 

ফয়সাল হাবিব সানি

জাগো হে, তারুণ্য!


জাগো অাজ সমস্বরে...


নেমে পড়ো বিদ্রোহে পৃথবীর 'পরে।


জাতি অাজ লজ্জিত, চারিদিকে শুধু লজ্জা!


অাজ গায়ের পশম রুখে দাঁড়াক, কাঁপুক অস্থিমজ্জা।


যুদ্ধের কোলাহলে, বিবেকের কল্লোলে উঠো অাজ জেগে


ঝাঁপিয়ে পড়ো তুফান হয়ে অাঁধার মত্ত মেঘে।


ছিঁড়ে ফেলো যতো শৃঙ্খল-বাধা, লঙ্ঘিয়ে যাও রাত্রি


হে, অামার তারুণ্য! মৃত্যু অভিযাত্রী।


জাগো হে, তারুণ্য!


অাজ জাগ্রত করো চেতন,


তোমার রক্তে উড্ডীন হোক পৃথিবীর কেতন।
২৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে