জাহাঙ্গীর বাবু
কবিতায় আঁকি প্রেয়সী তোমায় ,
প্রেমের মহাকাব্যে খোদাই করে রেখে যাবো
তোমার আমার ভালোবাসা।
বহুবার বলেছি ভালোবাসি, ভালোবাসি
তবু যেন হয়নি বলা, ভালোবাসি তোমায় ;
বিস্তৃত আকাশের চেয়ে বেশী ,বিস্তৃণ ভূমির অধিক
পৃথিবীর তিনভাগ জল কম পড়ে যাবে ,ভালোবাসার পরিমাপে।
ঘর আলোকিত করে যে দিন এসেছিলে
ভালোবাসার ফুল বাগিচায় ফুটেছিলো কত নাম না জানা ফুল।
ফুলের সুবাসে আজীবন থাকতে চাই প্রিয়তমা আমার।
ঝড় আসবে,ভাঙ্গবে ষড়যন্ত্রের ঘর ,
তোমার ভালোবাসায় প্রতিনিয়ত গড়ব নতুন বাসর।
কষ্টের ফুল ঝরে যাবে , অমাবশ্যার শেষে আসবে পূর্ণিমা
নিখাঁদ ভালোবাসায় অভাব -দারিদ্রতা করবো জয় ,
আমৃত্যু দুজনে রবো দুজনার ;
শান্তির ফুল ফুটবে নতুন করে তোমার ভালোবাসায়
ভালোবাসার রঙে রঙিন সাজে নিত্য সাজাবো তোমায়।
কবিতায় আঁকি প্রেয়সী তোমায় ,
প্রেমের মহাকাব্যে খোদাই করে রেখে যাবো
তোমার আমার ভালোবাসা।
নব জন্ম হবে গল্প কবিতায় ভালোবাসার
মিলনের ফসলে পোক্ত হবে ভালোবাসার সেঁতু ;
ভালোবেসে যাবো জন্ম জন্মান্তর।
ইহকাল -পরকালে তুমি শুধু আমার ,শুধু আমার............
০৫ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেস