বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর, ২০১৬, ০৭:৫৩:১৪

থাকব না তবু

থাকব না তবু

 

 

ফয়সাল হাবিব সানি

থাকব না তবু, পৃথিবীতে অামি কণ্ঠে ফোলিব বাজ—

পৃথিবীতে স্থান করে যাব অাজ।

জরা-জীর্ণ, দীর্ণ-শীর্ণ পৃথিবীতে হানিব ঝঙ্কার......

কণ্ঠ মোর থামবে না তবু, চির বিদ্রোহ হুঙ্কার।

নাঁচাব কলম, কাঁপাব কবিতা— জীবন প্রচণ্ড প্রতাপে হবে খণ্ড,

তবু, পার পাবে না জানোয়ার-শূয়োর! পার পাবে না কোনো ভণ্ড!!

থাকব না তবু, এ পৃথিবীতে রেখে যাব মোর কর্ম—

জীবন অামার লভুক শাণিত কবিতা বর্ম।

চলে যাব অামি; তবু, কাঁদাব বিশ্বকে......

সংকল্প তাই অাজ দৃঢ় অামার লক্ষ্যকে।
৮ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে