শুক্রবার, ০৯ ডিসেম্বর, ২০১৬, ০৮:১৫:৩২

তামিম-সাকিবের উত্তরসূরী হিসেবে কাউকে দেখছেন না মাশরাফি

তামিম-সাকিবের উত্তরসূরী হিসেবে কাউকে দেখছেন না মাশরাফি

স্পোর্টস ডেস্ক: দুইজনই ক্রিকেটের উজ্বল নক্ষত্র। তবে বিশ্ব ক্রিকেটাঙ্গণে সেরা অলরাউন্ডার  হিসেবে পরিচিত সাকিব আল হাসান। অন্যদিকে, তামিম ইকবাল একজন মারকুটে হিটার ব্যাটসম্যান হিসেবে পরিচিত।

নিজ যোগ্যতায় সারাবিশ্বের ঘরোয়া ক্রিকেটে খেলেই চলেছে সাকিব। অন্যদিকে বিদেশী ঘরোয়া টুর্নামেন্টে ততটা না খেললেও দীর্ঘদিন ধরে নিজ যোগ্যতায় তিন ফরম্যাটের ওপেনিংয়ের একপ্রান্ত আগলে রেখেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। দুজনের বন্ধুত্বটাও গাঢ়। সাকিব-তামিমদের নিয়েই দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। পেয়েছে অনেক সাফল্য। তবে বিকল্প তৈরি হয়েছে কি?

এমন এক প্রশ্নের জবাবে আজ মিরপুর স্টেডিয়ামে টাইগার দলের অধিনায়ক মাশরাফি বলেন, দল অনেক সাফল্য পেয়েছে বটে, অনেক তরুণ স্টার উঠে আসছে; কিন্তু সাকিব-তামিমের উত্তরসূরী হিসেবে তেমন কাউকে দেখছেন না মাশরাফি।

টাইগার ক্যাপ্টেন বললেন, প্রায়ই শুনি আমাদের অনেক বদলি খেলোয়াড় আছে। কিন্তু আমি তেমন বদলি খেলোয়াড় দেখি না। যদি সাকিবের বদলি কাউকে খেলাতে চান, দেখবেন নেই। তামিমের বদলি পাওয়াও কঠিন। এটা দল ও খেলোয়াড়ের জন্যও কঠিন।
৯ ডিসেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে