সোহেল এমডি রানা
একটা চিরুণি হবে?
অনেকদিন চুল আঁচড়াই না
অথবা একটা আয়না?
নিজেকে দেখিনা কিনা অনেক দিন!
নাহ্ থাক। আয়নার সামনে দাঁড়াতে
বড় ভয় করে আমার
প্রতিবিম্বে যদি তুমি হও
তাইতো এতো দ্বিধা-সংকোচ- ভয়।
জীবন থেকে পালিয়ে বেড়ানো।
শেষ অনুরোধটুকু না রাখতে পারার
প্রায়শ্চিত্ত যদি কম হয়ে থাকে।
উলঙ্গ সভ্যতায় আমার নির্বাক দুঃখ
হৃদয় গোহীনে শঙ্খসুরের তাল-লয়-মুদ্রা ভুল হলে?
একটা চিরুণি হবে? নাহ্, থাক।
আগের মত সিঁথি কি আর হবে?
উড়বে ললাট দেউড়ির অবাধ্য ক'টা চুল
উত্তর ফাল্গুণের হাওয়ায়?
জীবনের অগ্নী পরীক্ষায় আজীবন বহিস্কৃত মন
ফের শৃঙ্খল খুঁজে বেড়ায়
জানি এ হবার নয়
তবে আয়নার সামনে দাঁড়ানোর দাসত্বের
কিবা এমন প্রয়োজন আছে আর।
১১ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস