এচ এইচ সাগর: বিসিএস পরীক্ষার ফলাফল পেয়ে কান্না করছে জামান আহমেদ! আজকে সে বিসিএস ক্যাডার! তার নাম ডাকের কোনো অভাব নেই।
কিন্তু একটা জিনিসের বড্ড অভাব! আর তা হলো মায়ের ভালবাসা। গত ২বছর আগে চিকিৎসার অভাবে তার মা মারা যায়!!! বহু কষ্টে ছেলেকে উন্নয়নের শিখরে পৌঁছে দিয়ে তিনি চলে যান না ফেরার দেশে।
.
মা সবসময় বলতো ছেলে আমার বড় হবে! হবে হাজারের মধ্যে একজন! আজ চিৎকার করে বলতে ইচ্ছে করছে, "হ্যা মা আমি
বড় হয়েছি! তোমার ছেলে আজ হাজারের মধ্যে একজন হয়েছে।"
.
কিন্তু আফসোস নিজের উপার্জনের একটি টাকাও মায়ের জন্যে খরচ করতে পারিনি! সামান্য ২লাখ টাকার অভাবে
আমার মা মারা যায়।
.
মাকে বাচানোর জন্য অনেকের কাছেই হাত পেতেছি কিন্তু কেউ আমাকে টাকা দেয়নি। আজ আমার অনেক টাকা!!!
.
.
একদিন হাসপাতাল থেকে বের হচ্ছি, হঠাৎ লক্ষ্য করলাম গেইটের পাশে বসে একটি মেয়ে কান্না করছে! বলছে....
--আমার মা খুব অসুস্থ, কেউ আমার মাকে বাচাঁনোর জন্য কিছু টাকা দেন!
বেশভূষা দেখে বুঝতে পারলাম মেয়েটা ভিখারী না। জিজ্ঞেস করলাম,
--কোথায় তোমার মা? কি হইছে ওনার?
.
--ওরা আমার মাকে হাসপাতালের বারান্দায় রেখে দিয়েছে! টাকার জন্য কেউ তার চিকিৎসা করছে না।
--চলো আমাকে নিয়ে যাও!
.
গিয়ে দেখি সত্যিই!!!
একটা মহিলা বারান্দায় পড়ে মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছে! মেয়েটা তার মাকে দেখামাত্র আবার কান্না করে দিলো। এসব দেখে আমারো খুব কষ্ট লাগছে। ডাক্তারকে ডাক দিলাম,
--ডাক্তার সাহেব ওনার চিকিৎসা করুন,
যত টাকা লাগে আমি দিব।
.
মহিলাটিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। টাকা জমা দেওয়ার সময় অবাক হলাম, মাত্র ১৫হাজার টাকার
জন্য একটি মা মারা যাচ্ছিলো।
যাইহোক ঔষধপত্র কিনে কাজ সম্পূর্ণ করে বাসায় চলে আসলাম।
.
ঘুম হচ্ছে না! কেন জানি আজ মাকে খুব বেশী মনে পড়ছে। ধীরে ধীরে কখন-যে
চোখ লেগে গেলো বুঝতেই পারিনি।
হাসিমুখে মা বলছে, --জামান বাবা তোর মত ছেলে হয়না! তুই আমার অহংকার।" হঠাৎ ঘুম ভেঙে গেল। এখন মাকে সামনে
পাচ্ছি না!
চিৎকার করে বলতে ইচ্ছে করছে -"মা তুমি একবার ফিরে আসো! একবার আমার
মাথায় হাত ভুলিয়ে দাও!"
.
কিন্তু না, মা আর কোনদিন ফিরে আসবে না। নিরাশ হয়ে আবার তন্দ্রায় হারিয়ে
গেলাম।
বাদের দিন সকালে নাস্তা করে হাসপাতালের দিকে রওনা দিলাম!
ভাবলাম গিয়ে দেখি ওই মহিলাটির কি অবস্থা। হাসপাতালে যেতেই সেই মেয়েটি ভাইয়া বলে আমাকে জড়িয়ে
ধরলো, ওর চোখে আনন্দাশ্রু চকচক করছে!
এক আকাশ বিষন্নতা ঝেড়ে ফেলে দিয়ে
আমাকে বললো,
--ভাইয়া আমার আম্মুর জ্ঞান ফিরেছে ডাক্তার আঙ্কেল বললো, আম্মু নাকি
এখন একদম সুস্থ।
.
আমি মেয়েটার খুশির মাত্রা খেয়াল
করছি!
জীবনে কাউকে এতো খুশি হতে দেখিনি, মাত্র ১৫হাজার টাকার বিনিময়ে দেখলাম কোটি টাকার হাসিমুখ!
কোটি টাকা বললেও ভুল হবে! কারন টাকা দিয়ে এমন শান্তি সুখের হাসি কেনা অসম্ভব।
.
আমার ঘোর ভেঙে দিয়ে মেয়েটা বলে
উঠলো,
--ভাইয়া আম্মু আপনাকে একবার দেখতে চাইছিলো।
--আচ্ছা চলো....
.
হাসপাতালের কেবিনে গেলাম!
মহিলাটি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা হারিয়ে আমাকে বলছে, "বাবা তোমার কোনো তুলনা হয় না, তুমি
জাতির অহংকার!"
.
আমার চোখ দিয়ে অশ্রু চলে আসলো।
.
আচ্ছা কি লাভ হবে বলুন এতো অর্থ সম্পদ দিয়ে। আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ "মা"। যার মা নেই সে বড্ড গরিব!
আর যার মা রয়েছে, সে পৃথিবীর সেরা ধনী। কিন্তু কষ্টের বিষয় হলো "আমরা
দাত থাকতে দাতের মর্যাদা বুঝি না!"
ঠিক তেমনি যখন মায়েরা বেচেঁ থাকেন!
তখন আমরা তাদের সেবা যত্ন তেমন করিনা! যখন পৃথিবী ছেড়ে না ফেরার দেশে চলে যায় তখন আসলে বুঝি কাকেহারিয়েছি!!!
১২ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস