শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬, ০৯:৫৮:৪২

আমার কষ্টের রঙ লাল

আমার কষ্টের রঙ লাল

সুকান্তা করিম : প্রোফাইল পিকচারের ছবি লাল সবুজে বাঁধাই করিনি বলেই যে আমি দেশকে ভালোবাসি না তেমনটা নয়। ব্যক্তিগত স্বার্থ আর উচ্চাশাকে প্রাধান্য দিয়ে দেশ ছেড়ে বিদেশে পড়ে আছি। ভিনদেশী নাগরিকত্বের জন্য হাত পেতেছি অনেক আগেই। তাই এই কলঙ্কমাখা মুখে লাল সবুজের বিজয়ের রঙ মাখাতে বড় লজ্জা লাগে। নিজেকে বড় ছোট মনে হয়। লাল সবুজের পতাকা থেকে লাল রঙটুকু আজ শুধু আমার। আমার রক্তাক্ত ক্ষতবিক্ষত হৃদয়ের রঙ।

আমার সব অক্ষমতা আর কষ্টের রঙ আজ লাল। আমার বেদনার রঙ আজ লাল। সবুজকে ফেলে এসেছি আমি। কি জবাব দেব আমি এর? কার কাছে ক্ষমা চাইবো? রক্তের আসলে কোনো রঙ হয়না। রক্তের ঋণ কখনো শোধ হবার নয়।

আমার মতো হাজারো প্রবাসী বাঙালীর জন্য আজকের দিনটা হৃদয় জুড়ে হাহাকার আর বেদনার একটি দিন। আমার পতাকার সব রঙ আজ চোখের জলে ধুয়ে গেছে। ভালো থাকুক আমার স্বদেশ।

লেখিকা: প্রবাসী বাংরাদেশি
১৬ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে