সুখ যজ্ঞে মন্ত্র-তন্ত্র হয়েছে ঢের
সেই অসুখেই গিয়েছ ঘুরে ফের।
শাস্ত্র জ্ঞানে না করে যথার্থ সম্মান
সুসুপ্তেরা মরেছে করে অভিমান।
উপেক্ষায় ব্যর্থ শত শান্তি প্রয়াস
হতাশার বাস, সর্বাঙ্গে মূর্ত ত্রাস!
প্রশান্তির বাণী শোনাচ্ছ তুমি আজ
তবু ললাটে দেখ অশান্তির ভাঁজ।
দিনের আলোতে মগজে দিয়ে খিল
নিকশ অন্ধকারে ছুড়ছ কেন ঢিল?
ভাগ্যবদলে নিজেকে পাল্টায় না যে
খোদার রহমও কভু পায় না সে।
লেখক: কবি ও সাংবাদিক
১৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস