সোহেল এমডি রানা
ভোর খুব দ্রুত মিলিয়ে যায়
মিষ্টি সকালের নরম রোদে
জীবন কি ভোরের মত সংক্ষিপ্ত?
অথবা তপ্ত দুপুরের মত
সকাল যেমন লুটিয়ে পড়ে দুপুরে
নাকি বিকেলের ব্যালকুনিতে
এক কাপ নিঃসঙ্গ চা
কিংবা শীতের দীর্ঘ রাতের মত জীবন
যা সহজে ফুরায় না
জীবন কি সুখের মত রঙিন
না দুঃখের মত বিবর্ণ
যেভাবেই হোক তবু
মৃত্যুর নিকট দাসখত দেয়া জীবন
ফুরিয়ে যায় একদিন।
০৬ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস