কবি: আব্দুল মান্নান
কাজ আপনাকে করতেই হবে
এসি রুমে করেন কি মাঠে ঘাঁটে বাটে করেন
চেয়ারে চেম্বারে করেন কি কারখানায় ,মেঝেতে করেন
আকাশে করেন কি পাতালে করেন, জলে কি স্থলে
আপনার অস্তিত্বের জন্য আপনাকে কাজ করতেই হবে
নইলে নিজের কবর নিজেই খোঁড়েন, সেটাও পারবেন না ?
তাহলে ভাগাড়ে শিয়াল কুকুরের খাদ্য হবেন !!
উত্তরাধিকার সুত্রে প্রাপ্তি কোন পুঁজি নয়
নিজে কিছু করুন, বসে বসে দিবা স্বপ্ন দেখার চেয়ে
নিজের অস্তি মজ্জা কে ঘোড়াশাল আশুগঞ্জ সার কারখানায়
মুক্তহস্তে দান করুন, জিডিপি বৃদ্ধিতে সাহায্য করুন
তাতে কিছুমাত্রায় শোধ হবে পরিবার দেশ ও জাতির ঋণ !
১২ জানুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস