এআর: পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডে অবস্থান করছেন। এরই মধ্যে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলে ফেলেছে সফরকারীরা। এখন প্রায় সফরের শেষের দিকে। মুশফিকুর রহিম ইনজুরিতে থাকায় তামিমের নেতৃত্বে স্বাগতিকের বিপক্ষে সাদা পোশাকে লড়ছে টাইগাররা।
ক্রাইস্টার্চের শেষ টেস্টে প্রায় সমানে সমানে শক্তিমত্তা লক্ষ্য করা যাচ্ছে দুই দলের মাঝে। কারণ দ্বিতীয় দিন শেষে টাইগাররা ২৯ রানে এগিয়ে থাকলেও স্বাগতিকদের হাতে রয়েছে তিন উইকেট।
কে এগিয়ে, কে পিছিয়ে সেটা না হয় বাদই দিলাম। আসি অন্য প্রসঙ্গে। নিউজিল্যান্ডে খেলার কারণে শুরু থেকেই দর্শক শূণ্যতায় ভুগছেন টাইগাররা। কারণ দেশটিতে কিছু সংখ্যক বাংলাদেশি প্রবাসী রয়েছে। কিন্তু ব্যস্ততার মাঝেও টাইগারদের সমর্থনে সেই শুরু থেকেই ১৫/২০ জন, আবার কখনো ১০/১৫ জন এই হারে টাইগারদের সমর্থনে দর্শক মাঠে এসেছে। তবে আজকের দিনের বিষয়টি সবচেয়ে লক্ষ্যনীয় যে, বাংলাদেশের পতাকা এবং লাল-সবুজের টি-শার্ট পরে কিছু সংখ্যক দর্শক শুরু থেকে বাংলাদেশ বাংলাদেশ বলে মাতিয়ে রেখেছেন সাকিব-সাব্বিরদের।
বি.দ্র: একান্তই পাঠকের ব্যক্তিগত মতামত। সম্পাদক দায়ী নয়।
২১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এআর