ফয়সাল হাবিব সানি
অাজও ধরণীতে তাণ্ডব! দামামা!! শান্তি চারিদিকে রুদ্ধ
মরণ! মরণ!! খেলাতে অাজ বিশ্বরাঙা— যুদ্ধ।
অাজও মানুষ ধ্বংসতৃষায় জীবন করেছে বদ্ধ,
জীবন অাজও নিদারুণ অসহায় তামাম জমিন মধ্য।
অাজও শুনি অামি মৃত্যুর ধ্বনি; বাতাসে বারুদের গন্ধ……
অাজও দেখি অামি পুরো পৃথিবী বোমার ধোঁয়ায় অন্ধ!
অাজও মানুষের বিবেক হলো না, বিস্ময় জাগে বুকে!
রক্ত অাজ ঢেলে দাও তবে, পিপাসু পৃথিবীর মুখে!!
যুদ্ধ যদি করতে হয়, তবে করো জীবনের সাথে যুদ্ধ,
জীবনযুদ্ধে, অালোর রোদ্দে করো রে তাঁহা শুদ্ধ।
যুদ্ধ, অামি ক্ষুব্ধ; তবু, তোমার হাঙ্গামা থামলো না……
ক্ষুব্ধ অামার মানুষসত্তা, কেউ তা জানলো না!
২৪ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস