শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫, ০৪:৪৩:৪০

আমার স্কুল

আমার স্কুল

বার  বার  মন  যেতে  চায়

            আজও  সেই পাঠশালায়

           ক্ষুদ্র ক্ষুদ্র নিষ্পাপ শত প্রাণ

 অজস্র নিয়ম নীতি বিরাজিত সুন্দর এক ভুবন

 

ছিলনা অভাব হাজারও গুরুজনের প্রভাবের রেশ       

                        কখনও হতনা শেষ কোলাহল পূর্ণ পরিবেশ ।।             

                     করেছি রাগ, খেয়েছি বকা, থাকতে পারিনি একা

                          এখন অনুভূত হয় সবই ছিল মধুমাখা

 

                         রোজ সকালে যখন শুনিতাম ঘন্টার আওয়াজ

সব ছাড়িয়া  একত্র হতাম করিতে কুজকাওয়াজ

গাহিয়া সংগীত করিতাম মোরা দেশ গড়ার শপথ

লাল সবুজ পতাকা উড়িতো যে পত পত

 

শিক্ষকের ঐ আদর স্নেহ কখনও বেত্রাঘাত

পড়িতে হয়বে কষ্ট করিয়া জাগিতে হয়বে রাত

যেদিন ঐ মিত্র কাকা আসিত নিয়ে নোটিশ

পড়িবার আগে কদিন ছুটি শুনিতাম ফিস ফিস

 

একটা দুইটা তিনটা করে বাজিত আটটা ঘন্টা

পাগলের মত ছোটা ছুটি করিয়া বের হত এ প্রাণটা

এরকম করিয়া পার হয়িল পাঁচ পাঁচটা বছর

আজ যে আমাদের বেধেঁ ফেলেছে

বড় কলেজর বড় চত্বর

 

বন্ধু বান্ধবীতে ছিল যে কত হানাহানি

তাদের আজ পায়লে কাছে নিতাম বুকে টানি

মনে পড়িলে সে সব কথা লাগে খুব মায়া

 

যতই ভাবি এখন ফিরে পেতে সেই ক্ষণ

                        এটা  শুধু কল্পনায়

                         তবুও মন কাঁদে ,মন চায়

ছুটে যেতে সেই গঙ্গারামপুর প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয় ॥
কবি: এস আর শানু খান
বিবিএ ৩য় বর্ষ ,ব্যবস্থাপনা
মাইকেল মধুসুদন কলেজ,যশোর
২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে