আব্দুল মান্নান
সে আসত ধীর লয়ে পেলব পায়ে
দুপুরের চিক চিক রৌদ্রে স্নাত হয়ে
আবার সকালে কিংবা বিকালে
এমনকি কুয়াশা সিক্ত শীতল শিউলি ঝরা ভোরে
মায়াবী পাখায় ভর করে আঁকাবাঁকা হিজল তমালের
বুনো পথে আল ধরে আরক্তিম আবেশে
একরাশ মেঘপুঞ্জ ভারি কুন্তল ভারে
আমার স্বপ্নের প্রথম অঙ্কুরোদ্গম পাতা বাহার যৌবনে
ছড়িয়ে কস্তরি ঘ্রাণ মৌ মৌ গুঞ্জরনে
রুয়েছি বুকের পললে তবু ছুঁয়ে দেখিনি পাপড়ি মঞ্জুরি
পাছে পবিত্র সে ঝর্ণার সুধা অপবিত্র হয় সেই ভয়ে
এখন সে আর আসে না বহুকাল
হয়ত আসবে না আর কোনদিন -অধরা সে মায়াবী হরিণ
নাড়ে না কড়া আমার চৌহদ্দী চৌকাঠে
কালের ধুলোয় মুছে গেছে সে স্মৃতি পদছাপ
সে পথে উন্মুক্ত নুড়ি আছে হা করে
এখন সে ঘর করে অন্যের ঘর !
বুক পকেটে এখনও রুপালি মুদ্রার ঝন ঝন
রুনুঝুনু ঝঙ্কার তোলে চিত্রালী স্বপ্নের ঘোরে-----------
১৬ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস