কাছাকাছি আছি তবু মনে হয় দূরে
আয় রে সোনা জীবনের হিসেব করি দুটিতে মিলে
দিনপঞ্জিকার দিন ফিরবে না জানি
সময়ের স্রোতে ভেসে চলি
সামনে যা আসে তাই কেবল মানি
গড়মিল থেকে যায় অংকের খাতায়
বাবার আশাহত ঘোলাটে চোখে শুধু শূন্যতা দেখি
ফসলের দানা খেল অকালের বানে
শূন্য রইল গোলা আশা ছিল ভরবে যা ধানে
সোনার ধান কোথা গেল কোথা হারাল সোনালী দিন
জৌলস হারিয়ে এখন সমাজ সভায় হলাম অর্বাচীন
সোনা রে আমার, কতদিন হয়ে গেল যেন কত কাল
দেখি না আর মায়ের মুখে ঝর্ণা ধারা হাসির
তুই আমি তারা সব যেন লুকোচুরি খেলি নিজের সাথে নিজে
চৈত্রের খরা দুয়ারে খাড়া যেন
শ্রাবণ তাই আসে না আর বৃষ্টিতে ভিজে।
১৭ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম