দীপক বসু, পাঁজিয়া (যশোর) থেকে :
সেই ২১
এখন মৌলবাদের বিরুদ্ধে মিছিল করে।
সেই ২১
এখন স্বাধীনতা রক্ষার জন্য পাহারায় থাকে।
সেই ২১
এখন মুক্তিযুদ্ধের কবিতা লেখে।
সেই ২১
এখন শেখ মুজিবের ছবি আঁকে।
সেই ২১
এখন বাংলার কবিদের শ্রদ্ধা জানায়।
সেই ২১
এখন হুঙ্কার তুলে বলে
আমি আছি স্বাধীনতা; আমি আছি।
২১ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস