পাঠকই লেখক ডেস্ক: ‘‘মুসলিমদের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলিতে যে অভিযোগ উঠছে, তার দায় তাদের নিতে হবে'' – টরন্টোর মসজিদের সামনে বিক্ষোভকারীদের হাতের প্ল্যাকার্ডে ‘‘ইসলামের প্রতি ‘না''' ‘‘মুসলিমরা সন্ত্রাসবাদী'' লেখা দেখে এ মন্তব্য একজন পাঠকের৷
ভালোবাসা ঘৃণার চেয়ে শক্তিশালী৷ সেখানে ভালো যুদ্ধ বা খারাপ শান্তি বলে কিছু নেই৷ তাছাড়া বিশ্বের মোট জনসংখ্যার ২৩ শতাংশ মুসলমান৷ তাই তাদের সহযোগিতা ছাড়া কীভাবে বিশ্ব শান্তি সম্ভব? এই প্রশ্ন পার্থ সারথী গুপ্তর৷
তবে ফেসবুক পাতায় শমিক বিশ্বসের মন্তব্য পুরোপুরি ভিন্ন৷ তিনি শ্বেতাঙ্গদের সমর্থন করে লিখেছেন,‘‘আমরা শ্বেতাঙ্গ, বর্ণবাদী, ফ্যাসিস্ট ভাইদের পূর্ণ সমর্থন করছি ইসলামের বিরুদ্ধে যুদ্ধে৷ আমরাও পাশে আছি শ্বেতাঙ্গ ভাইদের৷ আমরা সবাই এক হয়ে লড়লে মুল্লাদের কেউ রক্ষা করতে পারবে না৷''
পাঠক মঈন আহমেদ লিখেছেন, ‘‘আজ মুসলিমদের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলিতে যে অভিযোগ উঠছে তার দায় মুসলমানদের নিতে হবে৷ কারণ সারা বিশ্বে ব়্যাডিক্যালরা যা করছে, মুসলমানদের একটা বিরাট অংশ তাতে আনন্দে আত্মহারা হয়ে ‘সাপোর্ট' দিচ্ছে৷ অথচ টরন্টো জাতিগতভাবে ক্যানাডার সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ শহর৷''
০২ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/এইচএস/কেএস