স্পোর্টস ডেস্ক: কাঁধের ইনজুরির কারণে অস্ত্রোপচার করাতে হচ্ছে মিচেল মার্শকে। আর এ অস্ত্রোপচারের জন্য সুস্থ হয়ে মাঠে ফিরতে ৯ মাস সময় লাগবে অস্ট্রেলিয়ান এ তারকার। সোমবার অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যমে এমনটাই জানানো হয়েছে।
অস্ত্রোপচারের জন্য বছরের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে মার্শের অংশগ্রহণের আশা শেষ হয়ে গেছে। কাঁধের ইনজুরি কাটিয়ে ওঠার জন্য অনেকদিন ধরেই সংগ্রাম করে আসছেন তিনি। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে বাকি দুটি টেস্ট ম্যাচে তার দলে থাকা কঠিন হয়ে পড়েছে। বেঙ্গালুরু টেস্ট শেষ হওয়ার পরই তাকে দেশে পাঠানো হয়েছিল।
অস্ট্রেলিয়ার মানসম্পন্ন বোলিং অলরাউন্ডারদের মধ্যে মিচেল মার্শ একজন। ২০১৪ সালে টেস্টে অভিষেক হয় তার। লঙ্গার ফরম্যাটে ২১ ম্যাচে বল হাতে ২৯ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৬৭৪ রান রয়েছে তার দখলে।
ভারতের বিপক্ষে পুনে এবং বেঙ্গালুরু টেস্টে ব্যাট হাতে চার ইনিংসে মাত্র ৪৮ রান নিয়েছেন মিচেল মার্শ্। সেই সঙ্গে সব মিলিয়ে কেবল ৫ ওভার বল করা সম্ভব হয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান এ তারকার। এবার ডান কাঁধের অস্ত্রোপচারের জন্য ডাক্তারের ছুরি-কাঁচির নিচে যেতে হচ্ছে ২৫ বছর বয়সি এ তারকাকে।
১৩ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/আ শি