শনিবার, ২৫ মার্চ, ২০১৭, ০৩:১৬:৫৫

অপারেশন সার্চ লাইট থেকে গণহত্যা দিবস

অপারেশন সার্চ লাইট থেকে গণহত্যা দিবস

ঊনিশ শো একাত্তর ,পঁচিশে মার্চের কালো রাত
নারকীয় গণহত্যা যজ্ঞ ,রাতের আঁধারে হায়েনার আক্রমণ,
ঘুমন্ত শহরে ,নিরীহ বাংলার সাধারণ মানুষ অপ্রস্তুত ছিলো শেষ বিদায়ের।
ঊনিশ শো একাত্তর ,পঁচিশে মার্চের কালো রাত
"অপারেশন সার্চ লাইট"!
ঊনিশ শো একাত্তর ,পঁচিশে মার্চের কালো রাত
বছর ঘুরে আসে স্বাধীন বাংলায় সেই রাত, আসে গণহত্যা দিবস।

ঊনিশ শো একাত্তর ,পঁচিশে মার্চ,বঙ্গবন্ধু ,শতাব্দীর মহানায়ক ,
স্বাধীনতার কবিতার কবি শেখ মুজিবর রহমানের সাথে
আলোচনা অসমাপ্ত রেখে পাকিস্তানের প্রেসিডেন্ট
জেনারেল ইয়াহিয়া খান তার বিশেষ বিমানে আরোহনের ঠিক আগে
পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক জেনারেল টিক্কা খানকে বলেন,
"ওদের শায়েস্তা কর’!!!
ঊনিশ শো একাত্তর ,পঁচিশে মার্চ,পাকিস্তানী সামরিক জান্তা ইয়াহিয়া খান ও
নরখাদক টিক্কা খানের শায়েস্তা অভিযান ,খাদিম হোসেন রাজার বাস্তবায়ন,
"অপারেশন সার্চ লাইট" জেনোসাইড বাংলাদেশ ,পূর্বপাকিস্তানের শেষ দিন
তথা কথিত মুসলিম জাতিতত্বের শেষ সমাধি ,জিন্নাহর দ্বিজাতিতত্বে ভূকম্পন।

ব্যাস ,মুহুমুহু গুলি ,ঘরে ঘরে তল্লাসী ,রক্তের প্লাবন ,ব্ল্যাক আউট ,মধ্যরাতেই
ঢাকার বাঙালিদের ‘শায়েস্তা করার’ অভিযান শুরু , অতর্কিত সামরিক অভিযানে
হাজার হাজার নিরীহ, অসহায় বাঙ্গালীর জীবন প্রদীপ নিভে যায়।
অপারেশন সার্চ লাইট থেকে গণহত্যা দিবসের স্বীকৃতি ,ছয়চল্লিশ বছরের অপেক্ষা ,
অপারেশন সার্চ লাইট পঁচিশে মার্চ থেকে ষোল ডিসেম্বর ,গণহত্যা ,স্বাধীনতা ,বিজয় !
রক্তের বন্যায় ভেসে গেছে পাকিস্তান, রেখে গেছে আঁচড় ,থাবার দাগ
আজো ব্যাথা উঠে দিবসে দিবসে অমাবশ্যা রাতের মতো ,
সেই রাতেও ছিলো ব্ল্যাক আউট।

পতাকার দিকে তাকালেই মনে পড়ে, রক্তাক্ত ইতিহাসের বাংলাদেশ
মনে পড়ে, সবুজ পাসপোর্টে যখন দেখি বাংলাদেশ।
নির্বাক থাকি যখন দেখি ,রশি টানাটানির বাংলাদেশ ,
কোনটা না হয় হলো এখন,কবিতার মতো নতুন প্রজন্মের জন্য
রেখে গেলাম ইতহাসের ইঙ্গিত ,কি ছিলো "অপারেশন সার্চ লাইট"।

বাকিটা খুঁজে নিও যদি ভালোবাসো মাতৃভূমি,যদি ভালোবাসো বাংলাদেশ।
 

জাহাঙ্গীর বাবু (সিঙ্গাপুর প্রবাসী)
২৫ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে