পাকিস্তানের নাম শুনলেই আমার রক্ত গরম হয়ে ওঠে!
আমি ফিরে যাই ৭১এ।
ভেসে ওঠে গণহত্যার সেই রক্তে লাল নদী!
মায়ের লাশের উপর শিশুর হামাগুড়ি!
বৃদ্ধের সন্তান হারা আহাজারি।
ভেসে ওঠে লাশের স্তুপের উপর বসে কালো কাকের কা কা রব!
শকুনের তৃপ্ত উল্লাস
লাশ নিয়ে কুকুরের টানাটানি!
পাকিস্তানের নাম শুনলেই আমি চিৎকার করে বল উঠি না না
এহতে পারেনা!
আমি আমার অস্তিতের ঘরে মশালের আগুন জ্বেলে প্রতিবাদ করি
নো পাকিস্তান নো!
আমি নিজেকে সামলে নিতে পারিনা
পাকিস্তানের নাম শুনলেই আমার বাঙালিত্ব জেগে ওঠে
আমি আবার ৫২তে ফিরে যাই।
আমি আবারও বলতে চাই
নো পাকিস্তান নো পাকিস্তান।
আমার পাকিস্তান সহ্য হয়না।
লেখক : দীপক বসু
শিক্ষক, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়, যশোর।
২৪ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস