সোমবার, ২৭ মার্চ, ২০১৭, ০৪:৪৯:৪৬

অনল কাব্য

অনল কাব্য

 

 

ভেঁজা কাঠে আগুন দিলে , হয় যে বেশী ধোঁয়া
শুকনো কাঠে আগুন মানে,আগুন আকাশ ছোঁয়া ,
কুল কাঠের আগুন মানে , ধিকিধিকি জ্বলা
গড়ের মাঠে খড়ের আগুন ,মুহূর্তে নিষ্ফলা ,
আগুন করে বেগুন সিদ্ধ,কাঠ পুড়ে হয় কয়লা
স্বর্ণকার তার স্বর্ণ হতে ,দূর করে সব ময়লা ,
প্রেমানলে পুড়ে পুড়ে , প্রেমিক হয় খাঁটি
সব পঁচে যায় মাটিতে,পঁচেনা না পোঁড়া মাটি ,
অগ্নি অনল বণ্হি হুতাশন দাহন কিংবা পাবক
দাবানলে সব পুড়ে যায় ব্যাঘ্র হরিণ শাবক ,
হাজার বছর পুড়ে পুড়ে পাল্টায় তার রঙ
আশিক প্রেমে মগ্ন হৃদে ধরবে নাকো জং !!
কবি: আব্দুল মান্নান
২৭ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে