শুক্রবার, ০৭ এপ্রিল, ২০১৭, ০৯:০৮:২৪

"বিদায়ী অশ্রুজল"

‘আমি কোন ক্রিকেটারের বিদায়ে কাঁদিনি তবে আজ কাঁদব’

নিঃস্বার্থ ভালোবাসা কি বুঝেন ?
যদি বুঝতে না পারেন তাহলে মাশরাফি কে দেখুন !
দশ বছরের ও বেশি সময় দেশ কে নিঃস্বার্থভাবে ভালোবেসে নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছে ক্রিকেট মাঠের ২২ গজে !

পায়ের হাঁটুতে ছোট বড় ১১টি অস্ত্রোপচার হওয়া সত্ত্বেও বাঘের মতো গর্জন দিয়ে বল হাতে ছুটেছেন ২২ গজ পিচে !
নিজের জীবন বাজী রেখে বাজিমাত করেছেন অসংখ্য জয়ের মাধ্যমে ।

ক্রিকেট বিশ্ব দেখেছে একজন বীর ক্রিকেট যোদ্ধা, ক্রিকেট বিশ্ব দেখেছে একজন দেশ পাগলা ক্রিকেটার ! যার নেশা ক্রিকেট, যার পেশা ক্রিকেট, যার রক্তের সাথে মিশে আছে ক্রিকেট
সেই মাশরাফি বিদায় জানিয়েছে সংক্ষিপ্ত পরিসর টি২০ ক্রিকেট কে ।

আর কখনো ম্যাশ কে দেখা যাবে না টি২০ ম্যাচে খুঁড়িয়া, খুঁড়িয়া গর্জন দিয়ে ২২ গজে দৌড়ে বল করতে !
দেখা যাবে না টি২০ তে ব্যাট হাতে চার-ছক্কা হাঁকাতে !
দেখা যাবে না টি২০ তে ক্যাপ্টেন্সি করতে !

যখন ম্যাশবিহীন দল মাঠে খেলতে নামবে তখন ক্রিকেট ভক্তদের মাঝে কারো শূন্যতা উপলব্ধি হবে !
যে জীবন বাজী রাখতে জানে, যে জয় ছিনিয়ে আনতে শিখিয়েছে তার শূন্যতা প্রতিটি ক্রিকেট ভক্তের চোখে অশ্রু ঝরাতে বাধ্য করবে !

আমি কোন ক্রিকেটারের বিদায়ে কাঁদিনি তবে আজ কাঁদব !
ম্যাচ শেষে জয়ী হই কিংবা পরাজিত আজ চোখের অশ্রুঝরবে, চিৎকার করে কাঁদব কারো বিদায়ে ।
কাঁদব কিন্তু ঠোটে হাসি থাকবে
আমি অশ্রুহাসিও দিব! কেননা, আমি চাই না আমার প্রিয় ক্রিকেটার কে শুধু কান্না করে বিদায় দিতে ।

আমি কাঁদব, আমি হাসব একজন ম্যাশ পাগলা ভক্ত হয়ে !

লেখা: Md Al-Amin (প্রেম কাব্যের অদ্ভুত লেখক)

এমটিনিউজ২৪ডটকম/জয়নাল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে