নাঈম চৌধুরী: আপনি যার সাথে ফেসবুকে চ্যাটিং করেন সে কি শুধু আপনার সাথেই চ্যাটিং করে ? এমনটা ভুলেও ভাববেন না!
ফেসবুক চ্যাটিং নিয়ে কিছু অসাধারণ ভাবনা:
* প্রতিটা ছেলেই ভাবে একটা মেয়ে তার সাথে চ্যাট করার সময় কেবল তার সাথেই চ্যাট করে।
*একটি মেসেজ পাঠানোর পর এর উত্তর আসতে দেরী হলে মধ্যবর্তী সময়ে ছেলেটি বারবার চেক করে মেসেজটি সিন হয়েছে কিনা।
*অনেকের সাথে চ্যাট করার সময় ভুলে একজনের মেসেজ আরেকজনের কাছে চলে গেলে প্রত্যেকে চেষ্টা করে ঐ মেসেজের সাথে আর দুই একটা লাইন যোগ করে ব্যাপারটা ব্যালেন্স করা যায় কি না ।
*hm রিপ্লে মানে কথা শেষ , এবার ফোটেন ।
*চ্যাট করতে করতে কাউকে ব্লক করতে কষ্ট লাগলে অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করে দেয়া সেরা বুদ্ধি , ঐ পাশ থেকে ভাববে ব্লক ।
*কেউ যখন ব্লক খায় , তখন আরেকটা অ্যাকাউন্টে ঢুকে নিশ্চিত হয়ে নেয় ব্লক খাইছে নাকি অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ
*কেউ অনলাইনে থাকার মানে এই না যে সে সারাক্ষণ চ্যাট করে , ফেসবুক দুনিয়াটা বিশাল রে ভাই
*আবার কেউ সারাক্ষন অফলাইনে থাকার মানে এ না যে সে চ্যাট করে না , তার বাপ মা অথবা অন্য কেউ হয়তো তাকে ফেসবুকে নজরে রাখে।
*চ্যাট করার মাঝখানে বিদায় নিয়ে যাওয়াটা একটা কার্টেসি , বাট রিয়েল লাইফে কার্টেসী দেখাতে দেখাতে আমরা ভার্চুয়াল লাইফের কার্টেসি গুনিও না ।
* কেউ অফলাইনে আপনি থাকার পরেও আপনাকে নক করেছে মানে সে আপনাকে গুরুত্ব দেয় ।
*"সে আমাকে নক করেছে , মনে হয় আমাকে ভালবাসে "এই টাইপ ভাবনা মাথা থেকে ছেটে দিন ।
হ্যাপি চ্যাটিং।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে