জাহাঙ্গীর বাবু
বিলাসী বাজেট নয়
ঘাটতি দিয়ে হলেও
দাও কমাও নিত্য পন্যের
অন্ন, বস্ত্র, বাসস্থানের।
বাজেট বুঝিনা,পেট বুঝি
উন্নয়ন বুঝিনা,বাঁচতে চাই
লোড শেডিং অবিরাম
গ্রামে গ্রামে স্বপ্ন ওয়াই ফাই!
মেট্রোরেল, ফ্লাই ওভার, ব্রীজ হোক
আপত্তি নাই,পরিকল্পনাহীন খোঁড়াখুঁড়ি
বন্ধ হবে কবে? অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা
সড়কে লঞ্চ,স্টীমার চাই!
দাদা দিদিদের সাথে হোক আনন্দ ভ্রমন
চুক্তি করে নিক ওদের মতোন
ক্ষরায় ফাটুক ফাটা কপাল
পানিতে ভাসুক ফসলী জমিন!
বাজেট বুঝিনা,চুক্তি বুঝিনা
উন্নয়ন বুঝিনা,আধুনিকতা বুঝিনা
ক্ষমতায় কে জানতে চাইনা,
চিকিৎসা চাই,বাঁচতে চাই,
শিক্ষা শেষে কাজ চাই,
বাজার মুল্য পরিষোধে
কাজের ন্যায্য মুজুরী চাই।
সেনবাগ,নোয়াখালী
বি:দ্র: সম্পাদক দায়ী নয়
এমটিনিউজ২৪/এইচএস/কেএস